টাউন হল কর্তৃপক্ষের আপত্তিতে হয় নি
শম্ভু মুখোপাধ্যায়ের নামে মুক্তমঞ্চ, হতাশ
বিশ্বজিত দাসের অনুরোধ পুরপিতাকে
মঞ্চেই ভাষণ দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক বিশ্বজিৎ দাস । সম্প্রতি বনগাঁর ৪৪ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটে নাট্যকার কানাইনাথের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, বনগাঁর বিধায়ক থাকাকালীন তিনি টাউন হল মুক্তমঞ্চের নাম বনগাঁর মানুষ প্রখ্যাত শিল্পী প্রয়াত শম্ভু মুখোপাধ্যায়ের নামে করবার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁর সেই প্রস্তাব গ্রহণ করা হয় নি। মুক্তমঞ্চের সংস্কার ও পুনঃনির্মাণ প্রকল্পে বিধায়ক তহবিল থেকে টাকা দেওয়ার সময় তিনি ২০১৭ সালে এই প্রস্তাব দেন বলে জানান। বিশ্বজিতের বক্তব্য, টাউন হল কর্তৃপক্ষের আপত্তিতে শম্ভু মুখোপাধ্যায়ের নামে মুক্তমঞ্চটি করা যায় নি।
মঞ্চেই তখন ছিলেন তৎকালীন টাউন হল লাইব্রেরী কমিটির সভাপতি স্বপন মুখার্জি। তিনি নীরব থাকলেও কমিটির বিশিষ্ট সদস্য মানবেন্দ্র মোহন ব্যানার্জি বলেন,মুক্তমঞ্চের উদ্বোধন হয় তৎকালীন বনগাঁ উত্তরের বিধায়ক হিসেবে বিশ্বজিৎ দাসের হাতেই।সেদিন তিনি তো কিছুই বলেন নি।মঞ্চ থেকে নেমে বিশ্বজিৎ দাস বলেন,সেদিন টাউন হল ও লাইব্রেরির আপত্তি মেনে নিতে হয়েছিল বনগাঁ পুরসভা নীরব থাকার কারণে।স্পষ্টতই দেখা গেল, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতেই তিনি বনগাঁ পুরসভার বর্তমান পৌর প্রধান গোপাল শেঠকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছেন, শম্ভু মুখোপাধ্যায়ের নামে একটি কিছু করা হোক।গোপাল শেঠ সম্মতি সূচক মাথা নাড়েন।আগামী দিনে শম্ভু মুখোপাধ্যায়ের নামে একটি পার্ক বা রাস্তা এবং মূর্তি তৈরি করার ইচ্ছে রয়েছে বলে গোপাল শেঠ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। স্পষ্টতই হতাস বিশ্বজিতের বক্তব্য, আর কিছু করার নেই, সেই সময়েই হলো না, হয়েই যেত! সেদিন যদি এঁরা কিছু বলত। দেখা যাক এখন পুরসভা কী করে!