জনগণের মন পেতে মদ আর মুরগি, কতটা দেউলিয়া রাজনৈতিক দল!!

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি গতকালই নিজেদের নাম বদলে ভারতীয় রাষ্ট্র সমিতি করেছে সারাদেশে নির্বাচনে বিভিন্ন রাজ্যের প্রার্থী দেবে বলে। লক্ষ্য নাকি তাদের আগামী দিনে দিল্লির মসনদ দখল! এই সেই পার্টির নেতা যিনি সেই আনন্দে তার স্থানীয় ব্যক্তিদের মধ্যে জ্যান্ত মুরগি ও মদের বোতল উপহারস্বরূপ দিচ্ছেন। মানুষও তেমনি! মেয়েদের কাছ থেকে তারা বিনা পয়সায় পাচ্ছেন মদ আর মুরগি ! ছাড়া যায়? এটার উদ্দেশ্য যে ভোট পাওয়া, এটা আর বলার অপেক্ষা রাখে না। নতুন রাজ্য হওয়ার পর থেকে ক্ষমতায় আছে এই দল।