বনগাঁর সাহিত্য সংস্কৃতি তুলে ধরতে নিজস্ব পত্রিকা করতে চান পুরপিতা


নিজস্ব পত্রিকা করে বাংলা সাহিত্য সংস্কৃতি জগতে বনগাঁর লেখক কবি সাহিত্যিকদের তুলে ধরতে চান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। দেশ পত্রিকার সমতুল মানে সেই পত্রিকা হয়ে উঠুক, বাংলার সেরা লেখক কবি সাহিত্যিক গবেষকদের লেখা নিয়ে,তার জন্য এগিয়ে আসুন বনগাঁর সাহিত্য সমাজ।আজ বনগাঁ থেকে প্রকাশিত লিটিল ম্যাগাজিনের সম্পাদকদের পুরসভার পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এই কথাগুলি বলেন গোপাল শেঠ।বনগাঁর সাহিত্য সংস্কৃতির প্রসারে পুরসভা চিরকাল পাশে ছিল, আছে এবং থাকবে বলে অঙ্গীকার করেন তিনি ।এই উপলক্ষ্যে তিনি বলেন, বনগাঁ শহরের সব থেকে বড় প্রেক্ষাগৃহ সংস্কৃতির চর্চার জন্য নিবেদিত, কোনো রাজনৈতিক সভা সমিতির অনুষ্ঠান সেখানে পারতপক্ষে করা হয় না।
পুরপিতা গোপাল শেঠ বলেন, সংস্কৃতির প্রতি বনগাঁ পুরসভার বর্তমান বোর্ড শ্রদ্ধাবনত, এবং দায়বদ্ধ, কারণ আমরা মনে করি, একটি অঞ্চলের পূর্ণতা কেবল রাজনীতি আর সমাজের অগ্রগতি হলেই হয় না, সাংস্কৃতিক বিকাশ ছাড়া কোনো অগ্রগতিই সম্পূর্ন হয় না।আজ বনগাঁ শহর লিটিল ম্যাগাজিনের শহর বলে সারা রাজ্যে পরিচিতি লাভ করেছে, এত বেশি পত্রিকা কলকাতা ছাড়া আর কোনো স্থান থেকে প্রকাশিত হয় না, তাই বনগাঁ পুরসভা এই সমৃদ্ধ সাহিত্য চর্চা আরো পুষ্ট করতে এগিয়ে এসেছে।উল্লেখ্য, গতবারের মতো এবারও পুরসভার পক্ষ থেকে স্থানীয় প্রায় চল্লিশটি পত্রিকাকে তিন হাজার ও পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!