বড় বিপদ থেকে রক্ষা! তিন সপ্তাহের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকরণে
ফের মহাকরণে অগ্নিকান্ডের ঘটনা। মহাকরণের ২ নম্বর ব্লকে আইটি রুমে এই আগুন লাগে বলে জানা যায়। একেবারে হু হু করে কালো ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানা যায়। আর তা দেখতে পেয়েই কর্তব্যরত পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসে।
শুধু তাই নয়, দমকলকেও খবর দেওয়া হয়। কিন্তু খুব একটা বড় কিছু অঘটন ঘটার আগেই তা আয়ত্তে নিয়ে আসা হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।