সিকিমে কৃষি ঋণ মকুবে দাবি জানালো জয় কিষান আন্দোলন




সিকিম সহ বেশ কয়েকটি রাজ্যে সক্রিয় সর্বভারতীয় কৃষক সংগঠন জয় কিষান আন্দোলন আজ সিকিম সরকারের কৃষিমন্ত্রী শ্রী লোকনাথ শর্মাকে চিঠি লিখে, ২০১৯ সালে সিকিম ক্রান্তিকারি মোর্চার নির্বাচনী ইস্তিহারে দেওয়া কৃষি ঋণ মুকুবের প্রতিশ্রুতি উলঙ্ঘনের কথা মনে করিয়ে দিয়েছে। ২০১৯ সালে সিকিম ক্রান্তিকারি মোর্চা প্রতিশ্রুতি দেয় যে সরকার গঠনের ১০০ দিনের মধ্যে সিকিম ক্রান্তিকারি মোর্চা কৃষকদের ৫ লাখ টাকা অবধি ঋণ মকুব করবে এবং তাদের দলিল ফেরত দেবে। মন্ত্রীকে মনে করিয়ে দেওয়া হয় যে সিকিম ক্রান্তিকারি মোর্চার ইস্তিহারে উল্লেখ করা আছে: “এটি দেখা গেছে যে কৃষকরা ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ নিয়েছেন, তা পরিশোধ করতে অক্ষম। তাদের দলিল বন্ধক রয়েছে ব্যাঙ্কের কাছে। এর ফলে কৃষক পরিবারের মানুষেরা সরকারী নথির জন্য আবেদন করতে সমস্যার সম্মুখিন হচ্ছেন।” সিকিমের কৃষক, যারা সংখ্যা গরিষ্ঠ ভোটার, তাদের দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান করা পার্টির কর্তব্য ছিল। উল্লেখ্য, সিকিম ক্রান্তিকারি মোর্চা ২৭ মে, ২০১৯ তারিখে সরকার গঠন করে এবং প্রতিশ্রুত ১০০ দিনের মেয়াদ শেষ হয় ৪ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে। বর্তমানে প্রায় ১২০০ দিন পার হয়ে গেছে এবং প্রতিশ্রুতি এখনও অপূর্ণই থেকে গেছে।

সিকিমের জয় কিষান আন্দোলনের সভাপতি কেদার নাথ তিওয়ারি বলেন: “আমরা মন্ত্রীকে জানাতে অনুরোধ করেছি: (১) কৃষকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব এবং দলিল ফেরত দেওয়া বিষয়ক কোনও আদেশ/বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি ? (২) যদি এই ধরনের কোনো আদেশ/বিজ্ঞপ্তি জারি করা না হয়ে থাকে, তাহলে কৃষকদের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পূরণে বিলম্বের কারণ কী? (৩) সিকিম ক্রান্তিকারি মোর্চা সরকারের কি তাৎক্ষণিকভাবে ঋণ মকুবের আদেশ জারি ও বাস্তবায়নের কোনো পরিকল্পনা আছে? জয় কিষান আন্দোলন সিকিম সরকারকে সতর্ক করেছে যে সিকিমের কৃষকদের প্রতি সিকিম ক্রান্তিকারি মোর্চা-র দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করায়, তাদের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে। আগামীতে প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করতে রাজ্যব্যাপী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন শুরু হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!