লর্ডসে ব্যাট-বলে দাপট ভারতীয় পেসারদের, বড় জয় বিরাট বাহিনীর
লর্ডস টেস্টের শেষ দিনের অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। ফলাফল, ড্র, বা যে কোনও দলের জয়। তিনটেই সম্ভব ছিল। শেষমেশ ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসের মাঠে জয় ছিনিয়ে নিল বিরাট বাহিনী। রুটদের ঘরের মাঠে হারিয়ে দাপুটে জয় পেয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। ভারতীয় পেস বোলারদের দুর্দান্ত বোলিং পারফর্ম। বিশেষত মহম্মদ সিরাজ, দরকারের সময় উইকেট নিয়েছেন তিনি। ফলে ম্যাচ ভারতের পকেটে চলে আসে।
পঞ্চম দিনে ভরসা ছিল ঋষভ পন্থ। কিন্তু পন্থ আউট হলে ভারতের ইনিংসের হাল ধরেন দুই পেস বোলার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। শামি ও বুমরাহ দুইজনেই অপরাজিত ৮৯ রানের পার্টনারশিপ করলেন। শামি ৭০ বল খেলে ৫৬ রান করেন। সেই সঙ্গে বুমরাহ ৬৪ বলে ৩৪ রান করেন। চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড। শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড।