টোকিও অলিম্পিকে সোনা জিতে কয়েক কোটির মালিক নীরজ

টোকিও অলিম্পিকের জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। তারপর থেকেই তিনি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। অলিম্পিক সোনা রাতারাতি তাঁকে বানিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকার মালিক। হরিয়ানা সরকার থেকে বিসিসিআই, এমনকী আইপিএলের দল চেন্নাই সুপার কিংসও নীরজকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে।

আজ নীরজ চোপড়ার ইভেন্টের দিকে চোখ রেখেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েই তিনি প্রথমে ফোনে কথা বলেন নীরজের পিতা সতীশ চোপড়ার সঙ্গে। এরপরই তিনি ঘোষণা করেন হরিয়ানা সরকারকে নীরজকে ৬ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে ১৩ জুলাই অলিম্পিকে হরিয়ানার যাঁরা পদক জিতেছেন তাঁদের সকলকে সংবর্ধিত করা হবে।সেনাবাহিনীতে কর্মরত নীরজ চোপড়াকে হরিয়ানা সরকারের তরফে চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন মনোহরলাল খট্টর। তিনি জানিয়েছেন, পাঞ্চকুলায় অ্যাথলেটিক্সের জন্য যে সেন্টার অব এক্সেলেন্স গড়া হচ্ছে তার প্রধান করা হবে নীরজকে। অলিম্পিকে সোনাজয়ী নীরজকে প্রথম সারির চাকরি দেওয়ার পাশাপাশি কনসেশনাল রেটে জমি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে হরিয়ানা সরকার। হরিয়ানার ক্রীড়া ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য খট্টরের।এ ছাড়া অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের পর এবার নীরজকে এক্সইউভি গাড়ি দেওয়ার ঘোষণা করেছেন আনন্দ মাহিন্দ্রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!